আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হচ্ছে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে। টানা তিনদিন তীব্র বিতর্কের পর রবিবার রাতে তাকে অভিশংসন নিয়ে ভোট গ্রহণ করা হয়। এতে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির সংসদের নিম্নকক্ষ।
৫১৩ আসন বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে অভিশংসনের পক্ষে ভোট পড়ে ৩৪২টি আর বিপক্ষে ১২৭টি। ছয়জন ভোটদানে বিরত ছিল।
প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিযোগ হলো ২০১৪ সালে পুনঃনির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন রৌসেফ।
তবে তার অভিশংসন প্রক্রিয়া নিয়ে কদিন ধরেই বিতর্ক চলছিলো, বিরোধী দলসহ অনেকে তার অভিশংসনের পক্ষে আওয়াজ তুলেছেন।
শেষ পর্যন্ত মিস রৌসেফের অভিশংসন নিয়ে সংসদের নিম্নকক্ষে ভোটাভুটি হয়। এতে তিনি হেরে যান। তবে রৌসেফ এই অভিশংসন প্রক্রিয়াকে ‘বেসামরিক ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এদিকে প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসন প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে হাজার হাজার মানুষ কংগ্রেস ভবনের সামনে এবং দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে।
এখন প্রস্তাবটি সংসদের উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে ৮১ জন সদস্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সিদ্ধান্ত নেবেন যে রৌসেফকে ক্ষমতাচ্যুত এবং বিচারের মুখোমুখি করা হবে কিনা।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস