সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১২:৫১:৫০

বৈঠক ব্যর্থ, আবারো কমলো তেলের দাম

বৈঠক ব্যর্থ, আবারো কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : উৎপাদন কমানো নিয়ে সমঝোতা না হওয়ার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের কমতে শুরু করেছে। সোমবার এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি কমে যায় ৬ দশমিক ৮ শতাংশ।

কাতারে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের এক বৈঠকে তেলের উৎপাদন কমানোর ব্যাপারে কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। ফলে আপাতত বিশ্ব বাজারে তেলের সরবরাহ আর কমছে না।

সোমবার সকালে হংকং ও সিঙ্গাপুরে অশোধিত জ্বালানি তেলের দাম ৫ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেলের দাম ৩৮.৫২ ডলারে নেমে আসে।

ওপেকের বৈঠকে অংশ নেয়নি ইরান এবং তারা তেলের উৎপাদন আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে।

শীর্ষ দুই উৎপাদক দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে বৈরিতার মুখে উৎপাদন কমাতে ওপেকের কোনো উদ্যোগ কাজে আসেনি। অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রতাহারের পর উৎপাদন কমাতে রাজি করানো যায়নি ইরান উৎপাদন কমাতে।

ইরান জানিয়েছে, দৈনিক উৎপাদন ৪ বিলিয়ন ব্যারেলে পৌঁছানোর আগে এ নিয়ে কোনো সমঝোতা বৈঠকে তারা যোগ দেবে না। অর্থনৈতিক অবরোধে পড়ে তেলের বিক্রির যে হিস্যা তারা হারিয়েছে তা পুনরুদ্ধার পর্যন্ত থামাথামি হবে না।

ইরানের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, উৎপাদন কমানো নিয়ে সমঝোতায় রাজি না থাকলে দোহায় ওপেক বৈঠকে প্রতিনিধি না পাঠাতে তাদের বলা হয়েছে।ওই সূত্র আরো বলেছে, ইরান নিজেদের অবস্থানে অনঢ়। দৈনিক উৎপাদন ৭ লাখ ব্যারেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে ইরানের।

গত জানুয়ারি জ্বালানি তেলের দাম গত ১২ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছায় যখন এর দাম ছিল প্রতি ব্যারেল ৩০ ডলারেরও নীচে। পরে অবশ্য দাম কিছুটা বেড়ে ৪০ ডলারে পৌঁছায়। এর কারণ ছিল দোহায় অনুষ্ঠিত বৈঠকে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হয়েছিল। তবে রবিবার দোহায় অনুষ্ঠিত বৈঠকে ওপেকের ১৮ সদস্য তীব্র বাদানুবাদ করলেও উৎপাদন হ্রাস বা সীমিত রাখার ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে