আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী নৌবাহিনীর দিক দিয়ে ১ নম্বরে ইরানের নৌবাহিনী। দেশটির নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, নৌ সরঞ্জামের দিক থেকে মধ্যপ্রাচ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ইরান। মঙ্গলবার মধ্যপ্রদেশে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেন, ইরানের নৌবাহিনী বর্তমানে আন্তর্জাতিক পানিসীমায় শক্ত অবস্থান গড়ে তুলেছে। নিজের পানিসীমায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাগরে ইরানের বাণিজ্যিক পথগুলোকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে।
এর আগেও তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের নৌবাহিনী সবচেয়ে সেরা। অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র এবং প্রযুক্তির দিক থেকে বিবেচনা করা হলেও ইরানকে শীর্ষ অবস্থানে রাখতে হয় বলে তিনি মন্তব্য করেছেন।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস