বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০১:২২:২৮

এবার থাইল্যান্ডের আন্দামানে ভূমিকম্প

এবার থাইল্যান্ডের আন্দামানে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : থেমে থেমে প্রায় রোজই পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছেই। ভূমিকম্প যেন বেশ ভালোভাবেই ঝেকে বসেছে পৃথিবীর বুকে। এই তো মাত্র কয়েকদিন আগে দু-দুবার বেশ জোরালোভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছিল আমাদের শহর কলকাতাও।

ওইদিকে জাপানে তো ভূমিকম্প প্রায় রোজই হচ্ছে। সর্বশেষ ইকুয়েডরেও ভূমিকম্পে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আতঙ্ক যেন এ দেশটির মানুষের পিছুই ছাড়ছে না।

এদিকে এসব ঘটনাগুলোতে মানুষ যখন আতঙ্কিত তখন ভূমিকম্প হয়ে গেলো আন্দামানে। থাইল্যান্ডের পশ্চিম প্রান্ত থেকে আন্দামান সাগর পর্যন্ত কম্পন টের পাওয়া গিয়েছে।

এ কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ এর সামান্য বেশি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। মঙ্গলবার রাত ৩.৩২ নাগাদ কম্পন অনুভূত হয়। এমনটা জানানো হয়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে।

থাইল্যান্ড থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। আন্দামান সাগরের ১০ কিলোমিটার গভীর থেকে এই কম্পনের সূত্রপাত।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে