বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০২:৫২:৪৮

৩ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে কি কথা হলো কেরি-জারিফের

৩ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে কি কথা হলো কেরি-জারিফের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ৩ ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের ম্যানহ্যাটান সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হলো সে বিষয়ে দুই নেতাই স্পষ্ট করে কিছু বলেননি।

বৈঠকের পর কেরি বলেন, পরমাণু সমঝোতা যে ভাবে বাস্তবায়নের কথা ছিল সে ভাবে যেন বাস্তবায়ন হয় এবং সব পক্ষ যেন এর সুফল পায় যে বিষয়ে ইরান ও আমেরিকা সম্মত হয়েছে।

জারিফ সাংবাদিকদের বলেন, পরমাণু চুক্তি যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় তা নিয়ে বেশির ভাগ আলোচনা হয়েছে। এতে সব পক্ষ বিশেষ করে ইরানের মানুষের বৈধ অধিকার যেন আদায় হয়। পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুই দেশের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। ঠিক সেই সময় প্রতিদ্বন্দ্বী ইরানের সাথে বৈঠকে মিলিত হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।  
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে