আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইরান সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সফরে থাকাকালীন তিনি যে পোশাক পরেছিলেন তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক হইচই পড়ে যায়। তা এখনো অব্যাহত রয়েছে।
এর জের ধরে দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, সুষমা স্বরাজ ইরানে যে পোশাক পরেছেন, সেটি ইরানি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানানসই হলেও আমাদের নিজস্ব সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। এতে বিদেশে ভারতের সম্মান নষ্ট হয়েছে।
সুষমার সমালোচনা করে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টানেন। বিদেশ সফরে ইন্দিরার পোশাকে ‘ভারতীয়ত্ব’ ফুটে উঠত বলেও মন্তব্য করেন তিনি।
শঙ্করাচার্য বলেন, বিদেশে গেলে ইন্দিরা গান্ধী খেয়াল রাখতেন নিজের পোশাক-আশাকের দিকে। সেখানে যাতে ভারতীয় পরিচিতি প্রতিফলিত হয় এমনটাই সুনিশ্চিত করতেন। কিন্তু সুষমা এটা করেননি।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম