বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৬:১১:৫৫

যা হলে আপনি সারাজীবন একেবারে ফ্রিতে বিমানে দেশ বিদেশ ঘুরতে পারবেন!

যা হলে আপনি সারাজীবন একেবারে ফ্রিতে বিমানে দেশ বিদেশ ঘুরতে পারবেন!

আন্তর্জাতিক ডেস্ক : আপনি কি প্রায়ই বিমানে চড়েন? মাঝে মধ্যেই দেশ বিদেশের কোথাও না কোথাও বিমানে করে যেতে হয়।  বিমানে ভ্রমণ করলে তো টাকা লাগবেই।  কিন্তু যা হলে আপনি সারাজীবন দেশ বিদেশে বিমানে ঘুরতে পারবেন একেবারে ফ্রিতে!

হয়তো অনেকের একবারও চড়া হয়ে ওঠেনি বিমানে।  যে হোক, বিমানে চড়াটা তো খরচ সাপেক্ষও বটে।  অনেক টাকা খরচ হয়।  মাঝেমাঝে মনে হয় না, ইস যদি একটু টিকিটের দাম কম হতো তাহলে বিমানে চড়ে ঘুরে বেড়াতে পারতাম।

এমন ভাবনাটা কিন্তু মোটেই আকাশ কুসুম কল্পনা নয়।  তবে একটা জিনিস হলে আপনি বিনা খরচে বিমানে চড়ে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে পারেন! হ্যাঁ, নিয়ম আছে, যদি কারো জন্ম বিমানের মধ্যেই হয় তাহলে তার কখনো বিমানের টিকিট লাগে না।

সে দেশ বিদেশের নানা জায়গায় ঘুরে বেড়াতে পারবে।  সব এয়ারলাইন্স অবশ্য এ সার্ভিস দেয় না।  যারা দেয়, সেসব এয়ারলাইন্সের নাম হলো- থাই এয়ারওয়েজ, এশিয়া প্যাসিফিক এয়ারলাইন্স, এয়ার এশিয়া আর পোলার এয়ারলাইন্স।  

ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সও এ সুযোগ রয়েছে।  তবে সেটা ২১ বছর বয়স পর্যন্ত।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে