বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৭:৫১:০৯

আবারো ভয়াবহ ভূমিকম্প

আবারো ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : আবারো ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সূর্যোদয়ের দেশ জাপান। ২০ এপ্রিল বুধবার সন্ধ্যায় তীব্র কম্পন অনুভূত হয় জাপানে। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

বিশ্বজুড়ে পর পর ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে যাচ্ছেন ভূবিজ্ঞানীরা। এদিন সেই সতর্কতা বাস্তবায়িত হলো জাপানে। আজ সন্ধ্যায় তীব্র কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ জাপানের কিয়ুশু দ্বীপে। জায়গাটি কিকুচি শহর থেকে ২৫ কিমি পূর্বে অবস্থিত।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কম্পনে তমন কোনো ক্ষয়ক্ষতির খবর একনো পাওয়া যায়নি। তবে কোনো সুনামি সতর্কতা এদিন জারি করা হয়নি বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

উল্লেখ্য, গত সপ্তাহে উপর্যুপরি ২টি তীব্র ভূমিকম্পের ফলে জাপানের দক্ষিণ প্রান্তজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। দুর্যোগে মারা গেছেন ৪২ জন। জখম হয়েছেন ১০০০ জন।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে