বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৯:২১:৫১

সুবাহানাল্লাহ, মৃত মায়ের গর্ভ থেকে জীবিত সন্তান জন্ম!

সুবাহানাল্লাহ, মৃত মায়ের গর্ভ থেকে জীবিত সন্তান জন্ম!

আন্তর্জাতিক ডেস্ক : মস্তিষ্ক মৃত৷ কিন্তু শরীরে রয়েছে প্রাণের স্পন্দন৷ এই অবস্থায় ৫৫ দিন বাঁচিয়ে রাখা হয় পোলান্ডের এক মহিলাকে৷ শুধু তাই নয়, মঙ্গলবার তিনি জন্ম দিলেন এক শিশুর৷ শিশুটি প্রিম্যাচুয়ার হলেও, কোনো জটিল সমস্যা নেই বলে জানা গিয়েছে৷

ইউনিভার্সিটি হাসপাতালের শিশু বিভাগের প্রধান বারবারা ক্রেলাক-ওলেজনিকের কথায়, এই ধরনের ঘটনা খুবই বিরল৷ গত বছর হাসপাতালে নিয়ে আসা হয় ৪১ বছরের ওই মহিলাকে৷ ব্রেন ক্যান্সারের জন্য মস্তিষ্কের মৃত্যু হয় তার৷ গোটা পরিবার চেয়েছিল বাচ্চাটি যাতে বেঁচে যায়৷ ৫৫ দিন ধরে চলে কঠিন লড়াই৷ অবশেষ গত ২৬ জানুয়ারি জন্ম হয় এক শিশুপুত্রের৷ কিন্তু শিশুটির ওজন হয় মাত্র ২.২ পাউন্ড৷ তিন মাস পর তার ওজন হয়েছে ৩ কিলোগ্রাম৷

এই ক’দিন ইনটেনসিভ কেয়ারেই রাখা হয়েছিল তাকে৷ সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে তাকে৷ জটিল কোনো সমস্যা তার নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে