আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি সুদর্শন যুবকদের সঙ্গে প্রেম না করতে সতর্কতা জারি করেছে চীন সরকার। এ ধরনের সম্পর্ককে ‘ডেঞ্জারাস লাভ’ (বিপজ্জনক ভালোবাসা) হিসেবে আখ্যায়িত করে বলা হয়েছে, আপনার অজান্তেই তারা গুপ্তচরবৃত্তি করতে পারেন।
জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবসে দেশের নারী সরকারি কর্মীদের সতর্ক করতে পোস্টার ছেপেছে চীন। তাতে বলা হয়েছে: বিদেশি সুদর্শন যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন। এদের অনেকেই গুপ্তচরবৃত্তিতে জড়িত।
পোস্টারটি কমিক বইয়ের আকারেও ছাপা হয়েছে। বলা হয়েছে, যেখানে জিয়াও লি নামের এক সুন্দরী সরকারি কর্মী এক নৈশভোজের আসরে ডেভিড নামধারী লাল চুলওয়ালা এক বিদেশি যুবকের প্রেমে পড়েন। ওই যুবক নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দিলেও আসলে সে এক বিদেশি চর।
দেখা যায়, জিয়াও লি’র রূপের খ্যাতি করে এবং উপহার দিয়ে ডেভিড চীনা সুন্দরীর মন জয় করে। মেয়েটির কাছ থেকে বেশকিছু গোপন তথ্য কৌশলে আদায় করে নেয় ডেভিড। কিন্তু শেষ পর্যন্ত যাবতীয় ষড়যন্ত্র গোয়েন্দাদের নজরে ধরা পড়ে। গ্রেফতার করা হয় ডেভিড ও জিয়াও লি’কে। পোস্টারের ছবিতে জিয়াও লি’কে হাতকড়া পরা অবস্থায় দুই পুলিশকর্মীর তিরস্কার শুনতে দেখা গেছে।
সতর্কীকরণ পোস্টার সরকারি অফিসগুলোর নোটিস বোর্ডে দেখা গেছে। উচ্চপদস্থ ও অল্পবয়সী নারী কর্মীদের টনক নড়াতেই এ প্রচার। তাদের গুপ্তচরবৃত্তি ধরার খুঁটিনাটি শেখাতে বিশেষ প্রশিক্ষণ শিবিরও চালু করতে যাচ্ছে প্রশাসন।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম