বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৫:২৭:০২

কোলে চড়ে বিয়ের আসরে পৌঁছে ৫ বছরের কনে!

কোলে চড়ে বিয়ের আসরে পৌঁছে ৫ বছরের কনে!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী যখন বাল্যবিয়ে নিয়ে সরব তখন আবার ৫ বছরের শিশুর সাথে ১৩ বছরের পাত্রের বিয়ে।  ভারতে আইনত বাল্যবিয়ে নিষিদ্ধ হলেও হরহামেশাই বেআইনি কর্মকাণ্ড ঘটছে।

গত বুধবার রাজস্থানে ৫ বছরের এক মেয়ে শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয়েছে বলে স্থানীয় এক পত্রিকার খবরে জানা গেছে।  

রাজস্থানের ছত্রিশগড় শহরে গত দুদিন ধরে এক গণবিয়ের আয়োজন করা হয়েছিল।  ওই আসরে পাত্রী হিসেবে হাজির করা হয়েছিল ৫ বছরের এক শিশুকে।  

ওই অনুষ্ঠানের ওপর ধারণকৃত ভিডিওতে দেখা যায়, মেয়েটি বিয়েতে রাজি নয়।  কোলে চড়ে কেঁদে কেঁদে বিয়ের আসরে আসে ৫ বছরের কনে শিশুটি।
 সে এ জন্য কেঁদেই চলেছে।  তার পরিবার তাকে ১৩ বছরের এক ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে।  

মেয়েটির পরনে ছিল নকশা করা লাল লেহেঙ্গা।  ওই পোশাকের ভারে ঠিকমত সে হাঁটতেও পারছিল না।  বড়জন তাকে কোলে নিয়ে সাতপাক ঘুরিয়ে আনেন।  হিন্দুদের বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাতপাক বা সাত ফেরি।  বর-কনে একসঙ্গে আগুনের কুণ্ডলীর চারপাশ দিয়ে সাতবার ঘুরে আসাকে বলে সাতপাক।

গত মঙ্গল ও বুধবার গণবিয়ের ওই অনুষ্ঠানে ছয়টি বাল্যবিয়ে দেয়া হয়।  এ নিয়ে রিপোর্ট করেছে স্থানীয় এক পত্রিকা।  হিন্দু দেবতা রামের জন্মদিবস উপলক্ষে একটি ধর্মীয় সংগঠন ওই বিয়ের আয়োজন করেছিল।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে