আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানী এলিজাবেথ আজ তার ৯০ তম জন্মদিন উদযাপন করছেন। এলিজাবেথের জন্ম লন্ডনে ২১শে এপ্রিল ১৯২৬ সালে। বাবা আলবার্ট, ডিউক অফ ইয়র্ক এবং সাবেক লেডি এলিজাবেথ বাওয়েস-লিওনের প্রথম সন্তান তিনি।
শিশু রাজকুমারী এলিজাবেথকে তার পরিবার ডাকত 'লিলবেট' নামে। তার এক কাজিন বোন মার্গারেট রোডস্ বলেছেন ''খুবই হাসিখুশি মেয়ে ছিলেন তিনি, কিন্তু ছিলেন মার্জিত ও বিবেচক''।
১৯৪৭ সালের ২০শে নভেম্বর তিনি তার দূর সম্পর্কের কাজিন গ্রিসের যুবরাজ ফিলিপকে বিয়ে করেন। তাদের বিয়ে হয় ওয়েস্টমিনস্টার গির্জায়।
রানীর প্রথম সন্তান চার্লস জন্ম নেয় ১৯৪৮ সালে। তরুণ দম্পতি এর পরের কয়েক বছর তুলনামূলকভাবে স্বাভাবিক জীবন কাটান। ১৯৫০ সালে চার্লসের বোন অ্যান জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালে রাজার মৃত্যুর খবর তিনি পান কেনিয়াতে বসে। সঙ্গে সঙ্গে লন্ডনে ফিরে আসেন ব্রিটেনের নতুন রানী হিসাবে। ১৯৫৩ সালে তার অভিষেক অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ। তার শপথগ্রহণের অনুষ্ঠান দেখানো হয় টিভিতে।
১৯৭৭ সালে রানীর সিংহাসন আরোহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি ব্যস্ত সময় কাটান যুক্তরাজ্য সফর করে- ১০ সপ্তাহে ব্রিটেনের ৩৬টি কাউন্টি ঘোরেন এবং এ উপলক্ষে বিশ্বে ৫৬ হাজার মাইল পথ পরিক্রমা করেন।
গাড়ি দুর্ঘটনায় পুত্রবধূ প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর রাজপরিবার শোক পালন করেন লোকচক্ষুর আড়ালে। কিন্তু সেসময় ডায়ানার মৃত্যুতে সাধারণ মানুষের ক্ষোভ পরিণত হয় এমন অভিযোগে যে এই শোকে রানীর কোনো প্রতিক্রিয়া হয় নি এবং তিনি সাধারণ মানুষের শোকের সঙ্গে একাত্ম বোধ করেন নি। রানী তখন এর প্রতিক্রিয়ায় মন্তব্য করেছিলেন ''ডায়ানার জীবন ও তার মৃত্যুতে জনগণের অভূতপূর্ব শোক থেকে শিক্ষা নেবার আছে''।
রানীর সিংহাসন আরোহনের হীরক জয়ন্তীতে বাকিংহাম প্রাসাদের বাইরে উৎসব অনুষ্ঠান।
২০১৫ সালের ৯ই সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটা- পরিসংখ্যান হিসাব করে বলা হয় ঠিক সেই মূহুর্তে রানী এলিজাবেথের রাজত্বকাল- ২৩, ২২৬ দিন, ১৬ ঘন্টা ৩০ মিনিট যা পূর্বপুরুষ রানী ভিক্টোরিয়ার রাজত্বকালের চেয়েও বেশি।
আজ ২১শে এপ্রিল ২০১৬ রানী ৯০ বছর পূর্ণ করলেন। তিনি যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে আসীন রাজপরিবারের সদস্য।-বিবিসি
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই