বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৬:৪৭:২৮

১০ হাজার কোটি ডলার বিদেশি ঋণের দিকে হাত বাড়িয়েছে সৌদি আরব

১০ হাজার কোটি ডলার বিদেশি ঋণের দিকে হাত বাড়িয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব বাজেট ঘাটতি মেটানোর জন্য ১০,০০০ কোটি ডলার ঋণ নিচ্ছে। অপরিশোধিত তেলখাত থেকে আয় কমে যাওয়ায় দেশটির রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিয়েছে এবং এটি ৯,৮০০ কোটি ডলারে গিয়ে ঠেকেছে। এ ঘাটতি পূরণের জন্য রিয়াদ সরকার বিদেশি ঋণের দিকে হাত বাড়িয়েছে। মার্কিন, ইউরোপ এবং এশিয়ার ব্যাংকগুলো থেকে অর্থ ধার করছে দেশটি।

গত ২৫ বছরের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক ঋণের জন্য হন্যে হয়ে উঠেছে সৌদি আরব। দেশটির প্রধান আয়, তেলরাজস্ব গত বছর ২৩ শতাংশ কমে গেছে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দেয়ার জন্য বৈদেশিক ঋণের দিকে ঝুঁকেছে সৌদি আরব। পরিস্থিতি মোকাবেলায় ব্যাংক অব টোকিও-মিৎসুবিসি, এইচএসবিসি এবং জেপি মর্গানসহ আরো কিছু সংস্থার প্রত্যেকের কাছ থেকে ১৩০ কোটি ডলার করে ঋণ নিচ্ছে সৌদি আরব।

প্রাথমিকভাবে সৌদি আরব পাঁচ বছরের জন্য ছয়শ’ থেকে আটশ’ কোটি ডলার ঋণের পরিকল্পনা করেছিল। কিন্তু সৌদি অর্থ মন্ত্রণালয় একে বাড়িয়ে ১০,০০০ কোটি ডলারে নিয়ে যায়। চলতি মাস শেষ হওয়ার আগেই এ সংক্রান্ত চুক্তি সই হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অব্যাহত তেলের দামের পতনের মুখে পার্শ্ববর্তী দেশ কাতারও হাত পাতছে বিদেশি ঋণদাতাদের কাছে।-আইআরআইবি
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে