আন্তর্জাতিক ডেস্ক : ব্যস্ততম একটি রাস্তায় সন্তান জন্ম দিয়েছেন এক গৃহহীন মা। আর সে মায়ের সন্তানের দাইমা হয়েছেন পুলিশ। এমনই ঘটনা ঘটেছে হায়দরাবাদে।
এ ঘটনার পরই পুলিশ মা ও নবজাতককে নিয়ে যায়া কিং কোটো হাসপাতালে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছে।
নারায়ণগুদা পুলিশের কাছে খবর এসেছিল, একজন গর্ভবতী মহিলা যন্ত্রণায় কাতর হয়ে রাস্তায় শুয়ে আছেন আর চিৎকার করছেন। কোনও সময় নষ্ট না করেই, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিন জন মহিলা কনস্টেবলকে পাঠায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
কোনও উপায় না পেয়ে, রাস্তার পাশেই শাড়ি আর বিছানার চাদর দিয়ে একটা অস্থায়ী শ্রম রুম তৈরি করে তারা, আর সেখানেই একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেন মা। আর দাইমার কাজ করেন ওই তিন পুলিশ কনস্টেবল। পরে মা ও শিশুকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়, দুজনেই এখন সুস্থ।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন