আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান লক্ষ্য করে অন্তত দুই দফা গুলি চালিয়েছে রাশিয়ার সেনারা। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের দায়ে রুশ সেনারা এ ব্যবস্থা নিয়েছে বলে ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে।
ইসরাইল বহুদিন ধরেই সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে আসছে এবং সিরিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করছে।
দেশটির শীর্ষ দৈনিক ইয়েদিয়োত আহরোনত শুক্রবার এ তথ্য জানালেও কবে রুশ সেনারা ইসরাইলি বিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা সুনির্দিষ্ট করে কিছু বলেনি। রুশ সেনাদের গুলি ইসরাইলি বিমানে লেগেছে কিনা তাও পরিষ্কার করে নি পত্রিকাটি।
বৃহস্পতিবার মস্কো সফরের সময় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি তুলে ধরেন। জবাবে পুতিন বলেছেন, আমি মনে করি আঞ্চলিক জটিল পরিস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটার পেছনে বোধগম্য কারণ রয়েছে।
এর আগে গত ১৫ মার্চ রাশিয়া সফরের সময় বিষয়টি নিয়ে কথা বলেন ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। সে সময় পুতিন বলেছিলেন, বিষয়টি তার জানা নেই।
এদিকে ইসরাইলের টেলিভিশন চ্যানেল-১০ বলেছে, গত সপ্তহে ভূমধ্যসাগরে রাশিয়ার একটি বিমান ইসরাইলি বিমানকে তাড়া করে। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস এবং আন-নুসরা ফ্রন্টসহ বিভিন্ন বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে লড়ছে স্বৈরশাসক বাশার আল আসাদের অনুগত বাহিনী। আসাদকে সহায়তা দিচ্ছে রাশিয়া ও ইরান।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস