শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৩:২৩:০৯

দুই পাত্রই কালো, তাই বিয়ের আসর থেকে উঠে গেল দুই বোন

দুই পাত্রই কালো, তাই বিয়ের আসর থেকে উঠে গেল দুই বোন

আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে দুই বোনের বিয়ে ঠিক।  সব আয়োজনও সম্পন্ন।  বরযাত্রীও এসে গেছে কনের বাড়িতে।  পণ্ডিতমশাই আয়োজন করতে ব্যস্ত।  কিন্তু দুই বোন পাত্রদের দেখেননি।

পাত্র না দেখায় বেঁকে বসে দুই বোন।  পাত্রের চেহারা দেখে বিয়ে ভেঙে দিলেন তারা।

ঘটনাটি ঘটেছে ভারতের ফতেহাবাদ এলাকার সিকরারা গ্রামে।

বোনদের বয়স ১৪ ও ১৬ বছর।  আর দুই বোনের জন্য পাত্রের বয়স ২৫ ও ৩০ বছর। তা তেও সমস্য ছিল না।  ছিল না কোনো যৌতুকের ঝামেলাও।

কিন্তু সমস্যা একটাই, পাত্র কালো বলে কথা।  পাত্রদের গায়ের রঙ হবু বধূদের পছন্দ হয়নি।  এ অবস্থায় বিয়ের আসর থেকে পাত্রীদ্বয় নিজেরাই চলে যান।  

বিয়ে ঠিক হওয়ার আগে পাত্রদ্বয়ের চেহারা সম্পর্কে যে অজানা ছিল দুই বোনের এটা আগে কেন বলা হয়নি এমন প্রশ্ন স্বজনদের।  

গ্রাম পরিষদ দুই বোনকে বিয়েতে রাজি করাতে পুলিশ ডাকার হুমকিও দিয়েছিল।  কিন্তু তাতেও কাজ হয়নি।

ওই দুই বোনের মায়ের বরাত দিয়ে ফতেহাবাদ স্টেশন অফিসার বিনয় প্রকাশ জানান, তাদের বাবা এ বিয়েতে সম্মত হয়েছিল।  কিন্তু  পাত্রদ্বয়ের কালো রঙ এবং বয়স বেশি হওয়ায় মেয়েদের কোনোভাবেই বিয়েতে রাজি করানো যায়নি।  তথ্যসূত্র : হাফিংটন পোস্ট
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে