শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৩:২৪:৪৭

আইএসের কাছে শান্তির বার্তা পাঠিয়ে লাশের ছবি পেলেন হিন্দু ধর্মগুরু!

আইএসের কাছে শান্তির বার্তা পাঠিয়ে লাশের ছবি পেলেন হিন্দু ধর্মগুরু!

আন্তর্জাতিক ডেস্ক :  ইসলামিক এস্ট বা আইএসের কাছে শান্তির বার্তা পাঠিয়ে শিরশ্ছেদ করা এক ব্যক্তির ছবি পেয়েছেন ভারতে ‘আধ্যাত্মিক গুরু’ হিসেবে পরিচিত রবিশঙ্কর। তিনি বলেন, ‘আমি সম্প্রতি আইএসের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা আমাকে শিরশ্ছেদ করা এক ব্যক্তির লাশের ছবি পাঠিয়েছে। এভাবে আইএসের সঙ্গে আমার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।’

এই ধর্মগুরু বলেন, ‘আমার মনে হয় আইএস কোনো শান্তির আলোচনা চায় না। এ জন্য সেনাবাহিনীকেই তাদের মোকাবিলা করতে হবে। তার উদ্দেশ্য সব সংস্কৃতির, ধর্মের, বিশ্বাসের এবং মতাদর্শকে একসঙ্গে যুক্ত করা।

এর আগে গত জানুয়ারিতে ‘অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ও সংসদ সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিকে হুমকি দিয়েছিল আইএস।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে