শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৪:৫০:১২

আমেরিকার পানির নিচের তথ্য চুরি করছে চীন!

আমেরিকার পানির নিচের তথ্য চুরি করছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : পানির তলে চলাচলের উপযুক্ত মার্কিন চালকবিহীন যান বা ড্রোন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে চীন। চীনা রাষ্ট্রীয় একটি শিল্পকারখানাকে এ সংক্রান্ত তথ্য যোগানোর দায়ে ফ্লোরিডায় বসবাসরত এক চীনা নারীর বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ এনেছেন মার্কিন ফেডারেল কৌঁসুলিরা।

২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ ধরনের তৎপরতায় জড়িত ছিলেন ৫৩ বছর বয়সী নারী আমিন ইউ। পানির তলে চলাচলে উপযোগী ড্রোন নির্মাণ ব্যবস্থা এবং তা নির্মাণে কি কি উপাদান ব্যবহার করা হয় সে তথ্য সংগ্রহে তৎপরতা চালিয়েছেন আমিন ইউ। চীনের হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তাকে সহায়তা করেছেন।

সামরিক এবং অস্ত্র সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য এ বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিয়েছে চীন সরকার। মার্কিন আইন লঙ্ঘন করে এ বিশ্ববিদ্যালয়কে তথ্য যুগিয়েছেন আমিন ইউ। তার বিরুদ্ধে বিদেশি সরকারের পক্ষ নিয়ে গুপ্তচর বৃত্তি চালানো এবং অর্থ পাচারসহ ১৮ দফা অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণ হলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হবে।

চীনা নাগরিক ইউ আমেরিকায় স্থায়ী নাগরিক হিসেবে বসবাস করছেন।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে