আন্তর্জাতিক ডেস্ক : লক্ষ্য গিনেস বুক অফ ওয়র্ল্ড রেকর্ডস। আর তার জন্যে গাড়ি নিয়ে একাই পাড়ি দেবেন ২৯টি দেশে। বিশ্বের প্রথম কোনো মহিলা একক চালক হিসেবে তিনি পাড়ি দিতে চলেছেন প্রায় ৩১ হাজার কিমি পথ।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে ইউকে-তে বসবাসকারী ভারতীয় ভারুলতা কাম্বলে জানিয়েছেন, ২টি মহাদেশের মোট ২৯টি দেশ গাড়ি নিয়ে একা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তার। আগামী ১৬ জুলাই তার এই সফর শুরু করবেন ভারুলতা। লক্ষ্য ৭৫ দিনে গোটা সফর শেষ করার। তার অন্তিম গন্তব্য মহারাষ্ট্রের মাহাদ।
তার এই সফর গিনেস ওয়র্ল্ড রেকর্ডসের স্থান লাভ করবে। ইংল্যান্ডের লুটন থেকে যাত্রা শুরু করবেন ভারুলতা। সমতলে প্রতিদিন অন্তত ৭০০ কিমি পথ এবং পাহাড়ি অঞ্চলে ৫০০ কিমি পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে তার। পাহাড়ি পথে তিনি প্রায় ৫৫০০ কিমি পথ পাড়ি দেবেন। মরুভূমিও রয়েছে তার সফরসূচিতে। মরুভূমির ভিতর দিয়ে আনুমানিক ২৫০০ কিমি পথ পাড়ি দেবেন তিনি। এই রোড ট্রিপে ৩,৭৫০ মিটার উচ্চতা পর্যন্ত যাওয়ার কথা আছে ভারুলতা কাম্বলের।
তার এই সোলো ট্রিপের সব থেকে বড় আকর্ষণ হল, তিনি সুমেরুবৃত্তের উত্তরে ৭০৮ কিমি পথ পাড়ি দেবেন গাড়িতে করে। এতে যদি উনি সফল হন তাহলে নতুন করে বিশ্ব রেকর্ড তৈরি হবে। বর্তমানে সুমেরুবৃত্তের উত্তরে ৪০০ কিমি পথ অতিক্রম করার রেকর্ড রয়েছে ভিক্টর ব্রুসের।
এই সফর শুরু করার আগে চারটি টেস্ট ড্রাইভে উত্তীর্ণ হওয়ার কথা ছিল। প্রতিটি টেস্ট ড্রাইভে বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্তত ৫৫০ কিমি পথে গাড়ি চালানোর শর্ত ছিল। ইতিমধ্যে তিনি তিনটি টেস্ট ড্রাইভ সফলভাবে শেষ করেছেন।
ড. বি আর আমবেদকরের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার এই সফর বাবাসাহেবকেই উত্সর্গ করছেন ভারুলতা কাম্বলে। অন্তর্মহাদেশীয় এই সড়কনামার আরো একটি মহান উদ্দেশ্য আছে। তার সফরসূচীতে থাকবে বেশ কয়েকটি ফান্ড রেজিং অ্যাক্টিভিটি। সেখান থেকে যে টাকা সংগ্রহ হবে তা দিয়ে মহারাষ্ট্র এবং গুজরাটে একটি হাসপাতাল তৈরি করার ইচ্ছে রয়েছে তার।-টাইমস অফ ইন্ডিয়া
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই