শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৬:০৯:৩২

এবার বোরখা পরা নিষিদ্ধ করলেন লাটভিয়ার আইনমন্ত্রী!

এবার বোরখা পরা নিষিদ্ধ করলেন লাটভিয়ার আইনমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের ছোট্ট একটি দেশ লাটাভিয়া। যার রাজধানী রিগা। মূলত লাটাভিয়ান, রাশিয়ান, ইউক্রেন এইসব জাতিগত গোষ্ঠীর বাস এই লাটাভিয়াতে। এখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও বসবাস করেন। কোনো রকম ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করে, লাটাভিয়াতে নিষিদ্ধ করা হল নেকাব।

লাটাভিয়ার আইন মন্ত্রী জানিয়েছেন, "২০১৭ সালের মধ্যে লাটাভিয়াতে আর কোনো মহিলা নেকাব পরবে না। এটা এখনই সম্ভব নয়, তবে দেশের এবং সংস্কৃতির ওপর পূর্ণ মর্জাদা ও সম্মান রেখেই আমাদের এটা করতে হবে। আমরা শুধু লাটাভিয়ার মানুষের নিরাপত্তা নিয়েই ভাবি তা নয়, দেশের আচার-আচরণ ও সংস্কৃতি নিয়েও সহানুভূতিশীল।"

সারা বিশ্বে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে, তাতে মুসলিম মহিলাদের বোরখা পরায় নিষেধাজ্ঞার পিছনে রয়েছে জাতীয় স্বার্থ, নিরাপত্তার বিষয়, এমনটাই জানিয়েছে লাটাভিয়ার সরকার। সন্ত্রাসের কবল থেকে বাঁচতে ও সাবধান হতেই এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রেই বোরখার আড়ালে বেআইনিভাবে অস্ত্রপাচার করে সন্ত্রাসবাদীরা। এই ধরণের ঘটনাকে ঠেকাতেই এই সিদ্ধান্ত।-জিনিউজ
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে