শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৮:৪১:৩৭

অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন বারাক ওবামা

অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সময়েই তিনি হিরোশিমা যেতে পারেন৷ এই প্রথম কোনো আমেরিকান রাষ্ট্রপ্রধান হিরোশিমা যাচ্ছেন। জাপানের এক অনলাইন পেপারে এমনই খবর প্রকাশিত হয়েছে। ওই পত্রিকা জানাচ্ছে যে, মে মাসে ২৬ ও ২৭, দুদিনের জি-৭ বৈঠকে যোগ দিতে জাপান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত সপ্তাহেই আমেরিকার পররাষ্ট্র সচিব জন কেরি সহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল হিরোশিমায় যান। ১৯৪৫ সালের ৬ আগস্ট পরমাণু বোমা বিষ্ফোরণে বিধ্বস্ত শহরটির বিভিন্ন স্থান তারা ঘুরে দেখেন। তখনই কেরি জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টও হিরোশিমায় পদার্পণ করতে চলেছেন।

সূত্রের খবর, ওবামার এই সফরে তাকে সঙ্গ দেবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাদের একত্রে পিস মেমোরিয়াল পার্কে যাওয়ার কথা। ওবামার সঙ্গে এই সফরে উপস্থিত থাকবেন জি-৭ বৈঠকের জন্য তার সঙ্গে আসা বিভিন্ন মার্কিন দফতরের সচিবরা।

প্রসঙ্গত, ১৯৪৫-এ জাপানের হিরোশিমায় প্রথম পরমাণু বোমা ফেলে আমেরিকা। তাতে ১ লক্ষ ৪০ হাজার মানুষের মৃত্যু ঘটে। তিন দিন পর নাগাসাকিতে পড়ে আমেরিকার দ্বিতীয় পরমাণু বোমা৷ মৃত্যু হয় ৭৪ হাজার মানুষের৷ ২০০৯ সালে বিশ্বকে হিংসামুক্ত করার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পান মার্কিন প্রেসিডেন্ট ওবামা। সব মিলিয়ে ওবামার এই সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ৷
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে