শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ১০:২৫:১৮

প্রমাণ করতে পারলে ক্ষমতা ছেড়ে দেব : নওয়াজ শরীফ

প্রমাণ করতে পারলে ক্ষমতা ছেড়ে দেব : নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপার্স কেলেঙ্কারি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।  ওই ঘটনায় দোষ প্রমাণ করতে পারলে ক্ষমতা ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।  

শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নওয়াজ শরীফ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, যারা আমার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে আমি তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি।  যদি আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হয় তবে সাথে সাথেই আমি পদত্যাগ করবো।

তিনি বলেন , তার এবং তার পরিবারের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  কমিশনের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলেও ওই ভাষণে উল্লেখ করেন ।

পানামা পেপার্সকে কেন্দ্র করে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে নওয়াজ শরীফ বলেন, ঘটনাটি শুরু হওয়ার পরপরই আমি জাতির আস্থা ফিরিয়ে আনতে চেয়েছি।  সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছি।

তবে শুধু পাকিস্তানের জনগণের কাছে এ বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ, কিন্তু যারা বিষয়টি নিয়ে অধিকমাত্রায় বাড়াবাড়ি করছে তাদের কাছে দায়বদ্ধ নয় বলেও মন্তব্য করেন নওয়াজ শরীফ।  জনসাধারণের কাছে কিছু তুলে ধরার আগে তা নিশ্চিত হয়ে নেয়ার জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে পানামভিত্তিক আইন সহায়তা প্রতিষ্ঠানের গোপন নথি ফাঁসের হয়ে গেলে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসে।  তাতে প্রভাবশালীদের আর্থিক কেলেঙ্কারির বিষয় প্রকাশ পায়। গোপন ওই নথিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নামও ছিল।
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে