শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৬:০১:০৮

শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চিন, চাপে বিশ্ব!

শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চিন, চাপে বিশ্ব!

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল চিন। গত মঙ্গলবার ওয়াশিংটনের একটি সংবাদপত্রে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়েছিল, গত ১২ এপ্রিল ডংফেন-৪১ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বেজিং প্রতিরক্ষামন্ত্রক। এরপরেই সম্প্রতি এই খবরে শিলমোহর দিয়েছে লালচিন। অবশ্য কোথায়-কবে এর পরীক্ষা চালানো হয়েছে তা প্রকাশ করা হয়নি। কিংবা সরকারি বিবৃতিতেও তা জানানো হয়নি। কিন্তু খবরে বলা হয়েছিল, বিতর্কিত দক্ষিণ চিন সাগরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তাদের বিমানবাহী জাহাজ পরিদর্শনে যাওয়ার আগে এই পরীক্ষা চালানো হয়।
বেজিং প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে এই পরীক্ষাকে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে দক্ষিণ চিন সাগরের কাছে এই পরীক্ষা চালানোর জল্পনা নাকচ করে দিয়ে বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষা কোনও লক্ষ্যবস্তু বা দেশের বিরুদ্ধে চালানো হয়নি। শুধুমাত্র নিজেদের শক্তিকে যাচাই করতেই করা হয়েছে। যদিও সামরিক বিশেষজ্ঞদের দাবি, এই পরীক্ষা চালানো হয়েছে আমেরিকাকে চাপে রাখতেই। কারণ যেভাবে বিতর্কিত দক্ষিণ চিন সাগরে নিজেদের আস্থানে গেড়েছে, তাতে নয়া মিসাইলের টার্গেটে পেন্টাগনই।- কলকাতা২৪

২৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে