আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্স ফিলিপের সঙ্গে নিজের প্রথম প্রেমের গল্প নিয়ে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের লেখা একটি চিঠি নিলামে উঠেছে। চিঠিটি ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৪৭ সালে ২১ বছর বয়সী রানী তার বিয়ের আগে কীভাবে প্রিন্স উইলিয়ামের প্রেমে পড়েছিলেন, চিঠিতে তা-ই উল্লেখ করা আছে। রানী বেটি শিউ নামের এক লেখকের কাছে লিখেছিলেন এটি।
দুই পাতার চিঠিতে লেখা আছে, কখন কীভাবে প্রিন্স চার্লসের সঙ্গে রানীর দেখা হয়েছিল তা নিয়ে লিখেছেন রানী এলিজাবেথ।
চিঠিটি নিলামে ওঠার আগে ধারণা করা হয়েছিল, চিঠিটি বড়জোর ৮০০ থেকে ১ হাজার পাউন্ড দাম উঠতে পারে। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে চিঠিটি বিক্রি হলো ১৪ হাজার পাউন্ডে।
উইল্টশায়ারের ক্লিপেনহ্যাম অকশন রুমের রিচার্ড এডমন্ডস বলেছেন, এটা খুব ভালো খবর। এর প্রতি রানীকে সম্মান দেখানো হলো। রানীর ৯০তম জন্মদিনে এর চেয়ে ভালো কিছু আর হয় না। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা দলিল।
২২টি অনলাইন, আটটি ফোনলাইনসহ নিলামের কাজটি শেষ করা হয়। অনেক মানুষ এ নিলামে অংশ নেন। তবে নিলামে চিঠিটি কে কিনেছে তার নাম প্রকাশ করা হয়নি। -বিবিসি
২৫ এপিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম