মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ১১:১৬:৪৫

কয়েক মাসের জন্য থেমে যাবে বিগ বেনের ঘন্টাধ্বনি

কয়েক মাসের জন্য থেমে যাবে বিগ বেনের ঘন্টাধ্বনি

আন্তর্জাতিক ডেস্ক : একটানা ১৫৭ বছর নিরবিচ্ছিন্নভাবে চলার পর লন্ডনের বিগ বেন এই প্রথম কয়েক মাসের জন্য থেমে যাবে সামনের বছর। শোনা যাবে না লন্ডনের পার্লামেন্ট ভবনের এই বিশ্বখ্যাত ঘড়ির ঘন্টাধ্বনি।

পার্লামেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত সংস্কার কাজের জন্য আগামী বছরের জানুয়ারি থেকে কয়েক মাসের জন্য বন্ধ রাখতে হবে এটি।

বিগ বেন তৈরি করা হয় ১৮৫০ সালে। কিন্তু এই ক্লক টাওয়ারের ঢালাই করা ছাদে মরিচা পড়েছে এবং সিমেন্টের কাঠামোতে ফাটল দেখা দিয়েছে। ফলে এটির সংস্কার খুব জরুরী হয়ে পড়েছে।

এই সংস্কারে খরচ হবে চার কোটি পাউন্ডের বেশি। ক্লক টাওয়ারের কাঁচের খন্ডগুলোও বদলাতে হবে।

পার্লামেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সংস্কার কাজের সময় বিগ বেনের বিখ্যাত ঘন্টাধ্বনি শোনা যাবে না।

ক্লক টাওয়ারের যে ঘন্টা, সেটির ওজন সাড়ে তের টন। বিগ বেন বলতে এই বিশাল ঘন্টাটিকেই বোঝানো হতো। কিন্তু এখন পুরো ক্লক টাওয়ারটিকেই বিগ বেন বলা হয়।-বিবিসি
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে