মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ১১:৫৬:৫৭

'সিরিয়া সীমান্তে রকেট লাঞ্চার বসাবে আমেরিকা'

'সিরিয়া সীমান্তে রকেট লাঞ্চার বসাবে আমেরিকা'

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সীমান্তে ভ্রাম্যমাণ রকেট লাঞ্চার মোতায়েন করবে আমেরিকা। সিরিয়ার আলেপ্পো প্রদেশের মানবিজ এলাকাকে টার্গেট করেই তুরস্কের ভূখণ্ডে এসব রকেট লাঞ্চার মোতায়েন করা হচ্ছে। ওই এলাকা থেকে তুরস্কের ভূখণ্ডে মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ করে আসছে তুরস্ক।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশওগ্লু বলেছেন, সিরিয়া থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বহুবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ কারণে সেখানে মার্কিন 'হিমার্স' রকেট লাঞ্চার বসানো হচ্ছে।

সৌদি আরব সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেছেন, "সিরিয়ার মানবিজ এলাকাকে অবরুদ্ধ করার বিষয়ে আমেরিকার সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। এ বিষয়ে আমাদের কৌশল স্পষ্ট।" এর মাধ্যমে দায়েশ বা আইএসআইএল দমন আরও সহজ হবে বলে তিনি দাবি করেন। অবশ্য তুরস্ক দায়েশকে সব ধরনের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে