আন্তর্জাতিক ডেস্ক : সোমবারের সকাল, অফিসে এসে গ্রেটার হায়দরাবাদ সিটি কর্পোরেশন ওয়েবসাইট খুলেছেন কর্মীরা। একী! এ তো সানি লিওনের খোলামেলা ছবি! চারপাশ তাকিয়ে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিয়েছিলেন তারা। কেউ কেউ তো প্রথমে ভেবেছিলেন কোনও কোনও মেশিনে এমন সমস্যা হচ্ছে।
তার পর বোঝা যায়, সব জায়গাতেই ওয়েবসাইট খুললেই প্রথম পাতাতেই ভেসে উঠছে বিতর্কীত তারকার উল্টোপাল্টা ছবি! হইচই পড়ে যায় গোটা অফিস জুড়ে। অভিযোগ আসতে থাকে বাইরে থেকেও।
দ্রুততার সঙ্গে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন ওই ওয়েবসাইটের টেকনিক্যাল টিমের সদস্যরা। বেশ কিছু ক্ষণ পর ওয়েবসাইট থেকে সানি লিওনের বাজে ছবিগুলো তারা সরিয়ে দেন। তবে কেন এমনটা হল, কোনও ভাবে ওয়েবসাইট হ্যাক হয়েছিল কি না, মঙ্গলবার সকাল পর্যন্ত এ সব প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে গ্রেটার হায়দরাবাদ কর্পোরেশনের তরফে পুলিশেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
২৭ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস