বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৫:২৫:২৩

মুম্বাই বিমানবন্দর থেকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি আটক

মুম্বাই বিমানবন্দর থেকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি আটক

আন্তর্জাতিক ডেস্ক : বহুল আলোচিত ভারতের মুম্বাইয়ের জাভেরি বাজার বিস্ফোরণ মামলায় মোস্ট ওয়ান্টেড ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করলো ভারতের মহারাষ্ট্রের অ্যান্ট টেররিস্ট স্কোয়াড, এনআইএ, গুজরাট ও কর্ণাটক পুলিশের যৌথ দল৷ মঙ্গলবার মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে৷

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর, এদিন ভারত ছেড়ে পালানোর চেষ্টা করছিল আইএম জঙ্গি জয়নুল আবেদিন৷ ভারতের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে এদিন তাকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার অফিসাররা৷ জয়নুল ইন্ডিয়ান মুজাহিদিনে বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে বলে সন্দেহ৷ ২০১১ সালের ১১ জুলাই মুম্বাইয়ের জাভেরি বাজারে বিস্ফোরণের পিছনেও ছিল জয়নুলের হাত৷
২৭ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে