বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০১:২৪:৩৪

‘শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন’

‘শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন’

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু বোমা বহনে সক্ষম শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন! পেন্টাগনের দাবি, হাইপারসোনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন করে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। এর কয়েকদিন আগে চীনের ঘনিষ্ট মিত্র রাশিয়াও শব্দের চেয়ে দ্রুতগতির গ্লাইডারের পরীক্ষা চালিয়েছে।

সাধারণত এ ধরনের ক্ষেপণাস্ত্রকে গ্লাইডার বলা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একে ছুঁড়ে দেয়া হয় ঊর্ধ্ব আবহমণ্ডলে। তারপর শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় বলে একে গ্লাইডারও বলা হয়।

গত শুক্রবার ডিএফ-জেডএফ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত উজুই কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মার্কিন উপগ্রহ থেকে ডিএফ-জেডএফ’র ওপর নজর রাখা হয়েছে। আবহমণ্ডলের প্রান্তসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে।

ডিএফ-জেডএফ সম্পর্কে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য নিয়ে আতংঙ্কে ভুগছে আমেরিকা। ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেয়ার ক্ষমতা রাখে এটি। ডিএফ-জেডএফ দিয়ে বেইজিং হামলা চালায় কিনা তাই এখন আমেরিকার আতংক হয়ে উঠেছে বলে ওয়াশিংটন ফ্রি বেকন জানিয়েছে।

২০১৪ থেকে ২০১৫ সালে এ ক্ষেপণাস্ত্রের ছয় দফা সফল পরীক্ষা করছে চীন। এ নিয়ে এ ক্ষেপণাস্ত্রের সপ্তম পরীক্ষা চালানো হলো।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে