বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০১:৩৪:০১

সীমান্তে ১২টি লেজার প্রাচীর বসাল ভারত

সীমান্তে ১২টি লেজার প্রাচীর বসাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে লেজার প্রাচীর বসিয়েছে ভারত। ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য এক ডজন লেজার দেওয়াল তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এরইমধ্যে পাঞ্জাবের স্পর্শকাতর এলাকায় ৮ টি অনুপ্রবেশ শনাক্তকরণ সিস্টেম বসে গেছে এবং সেগুলো কাজ করাও শুরু করেছে। আরও ৪ টি স্থানে খুব শিগগিরি এ ধরণের লেজার দেওয়াল বসানো হবে। জম্মু-কাশ্মির, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট সীমান্তে বিএসএফ লেজার দেওয়ালের মাধ্যমে নজরদারি চালাবে।

ওই কর্মকর্তাদের মতে, লেজার দেওয়ালের আশেপাশে কোনো গতিবিধি দেখলেই লেজার সিস্টেমে সঙ্গে সঙ্গে তা ধরা পড়বে। কেউ ওই লেজার দেওয়াল পেরোনোর চেষ্টা করলেই উচ্চস্বরে বেজে উঠবে সাইরেন। উপগ্রহভিত্তিক সিগন্যাল কম্যান্ড সিস্টেমের মাধ্যমে গোটা বিষয়টিতে নজরদারি চালানো হবে।

একটি সূত্রে প্রকাশ, নদী এবং ভৌগোলিক অন্যান্য কারণে বেশ কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। সেসব স্পর্শকাতর এলাকায় লেজার দেওয়াল বসানো হচ্ছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মির আন্তর্জাতিক সীমান্তে প্রায় ৪৫ টি স্থানে লেজার দেওয়াল বসানো হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর স্বীকৃত পরিকল্পনা অনুযায়ী- জম্মু এবং গুজরাটে ৩০/৪০ কিলোমিটার লম্বা সীমান্ত এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে এ রকম ৪টি অন্য পাইলট প্রকল্প শুরু করা হবে। আগামী ৬ মাসের মধ্যে এ সংক্রান্ত প্রকল্পের কাজ শেষ করা হবে।

দুই বছর আগেই লেজার দেওয়াল বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ। পাঠানকোটে সন্ত্রাসী হামলার পরে এই পরিকল্পনা আরো দ্রুত গতিতে এগোয়। অবশেষে এবার তা কার্যকরী করা হল। এর আগে জায়নবাদী ইসরাইলসহ কয়েকটি দেশে সীমান্ত নিরাপত্তায় এ ধরণের প্রযুক্তি ব্যবহার হয়েছে।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে