বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৪:১৫:১৮

আইসক্রিম নিয়ে বিয়েবাড়িতে তুমুল মারামারি, বিয়ে হলো না কনের!

 আইসক্রিম নিয়ে বিয়েবাড়িতে তুমুল মারামারি, বিয়ে হলো না কনের!

আন্তর্জাতিক ডেস্ক : আইসক্রিম নিয়ে ঝগড়ার একপর্যায়ে তুমুল মারামারি।  শেষপর্যন্ত বরের বাড়ি ও কনের বাড়ির আত্মীয়রা বিয়ে ভুলে ঝাঁপিয়ে পড়ে একে অপরের ওপর।  লাঠি, বাঁশ, চেয়ার, টেবিল, পানির গ্লাস মিসাইলের মত ছড়িয়ে পড়লো।  বিয়েবাড়ি যেন যুদ্ধক্ষেত্র!

পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন স্থানীয় থানার উর্ধ্বতন কর্মকর্তা।  তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার গভীর রাত থেকে বর ও কনেপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে থমথমে পরিস্থিতি ভারতের মথুরার শাহপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই বরযাত্রীরা স্থনীয় একটি বিয়েবাড়িতে আসেন।  চলছিল খানাপিনা।  বরকে ছাদনাত লায় নিয়ে যাওয়ার তোড়জোরও চলছিল।  

তারা জানান, প্রচণ্ড তাপদাহে লুচি তরকারির থেকে আইসক্রিমের চাহিদা ছিল বেশি।  সেই আইসক্রিম খাওয়া নিয়েই শুরু হয় তুমুল ঝগড়া।  রাত একটা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  

প্রতিবেশীরা জানান, বরের বাড়ির আত্মীয়দের দিকে তেড়ে যান কনের বাড়ির লোকেরা।  শুরু হয় হাতাহাতি।  এলাকাবাসী এরপর খবর দেন স্থানীয় পুলিশ থানায়।  কয়েকজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আসেন দারোগা।  তাকেও তাড়া করে বর ও কনেপক্ষ।  পালাতে গিয়ে পুলিশ কর্মীরাও মার খান।

ঘটনা এখানেই শেষ নয়, স্থানীয় সড়ক অবরোধ করা হলে শুরু হয় ট্রাফিক জ্যাম।  হামলা করা হয় কয়েকটি দোকানে।  বিয়েবাড়ির লোকেরা এখানেও থামতে চায়নি।

পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।  আপাতত ভেঙে যায় বিয়ে।  পুলিশ বিয়েবাড়িতে লাগিয়ে দিয়েছে তালা।
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে