আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে যারা গিয়েছেন তাদের নাগরিকত্ব দিবে ভারতের কেন্দ্রীয় মরকার। এমনই ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদের নাগরিকত্ব দেয়া হবে।
দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার কলোনি ফুটবল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় তিনি ওই ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের বৈধ নাগরিকের অধিকার দেবে কেন্দ্র।
রাজ্যে ষষ্ঠ দফা ভোটের আগে বিজেপির ভোট প্রচারে এসে এদিন কংগ্রেস-বাম জোটের সমালোচনাও করেন তিনি। তার নিশানা থেকে বাদ পড়েনি তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ও। সারদা ও নারদকাণ্ড নিয়ে এর আগেও তৃণমূলকে নিশানা করছে বিজেপি, প্রচারে এসে সেই স্টিংকেই হাতিয়ার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন