আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা ভানুয়াতু। ৭.০ মাত্রার এই ভূমিকম্পে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।
ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে জানা গিয়েছে, বৃহষ্পতিবার মধ্য রাতে ভানুয়াতুতে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা রিখটার ছিল ৭.০। ভূমিকম্পের উত্সস্থল ভানুয়াতুর থেকে ২১ মাইল দুরে। উত্সস্থলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। শুধু তাই নয়, বেশ ভয়াবহ সুনামিও ধেয়ে আসতে পারে ভানুয়াতুর দিকে। তাই ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এই মাসের প্রথম দিকেও ভানুয়াতুতে ভূমিকম্প দেখা দিয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৫। তবে তখন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন