আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে ছ’জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এখনো বেশ কয়েকজন ভাঙা বাড়ির নিচে আটকে রয়েছেন। গ্র্যান্ট রোডের কামাথিপুরা এলাকায় ৩০ এপ্রিল শনিবার বেলা দুটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আটকা পড়েছেন অনেক মানুষ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ও তিনটি অ্যাম্বুলেন্স।
আহতদেরকে স্থানীয় স্থানীয় জে জে হাসপাতাল ও নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়। আরো কয়েকজনের অবস্থা গুরুতর। ভেঙে পড়া বাড়িটিতে একটি কারখানা ছিল। দমকলের আশঙ্কা, কয়েকজন এখনো রয়েছেন ধ্বংসস্তুপের মধ্যে। নিহত পাঁচজনের তিনজনই একই পরিবারের। তারা কলকাতার মুর্শিদাবাদ থেকে মুম্বাই গিয়েছিলেন।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই