রবিবার, ০১ মে, ২০১৬, ০৯:২৬:১০

৩ মাস ধরে জ্বলছে ভারতের উত্তরখণ্ডের জঙ্গল!

৩ মাস ধরে জ্বলছে ভারতের উত্তরখণ্ডের জঙ্গল!

আন্তর্জাতিক ডেস্ক : ৮৮ দিনেও নেভেনি ভারতের উত্তরখণ্ড রাজ্যের জঙ্গলে আগুন। আগুনের তীব্রতা এতটাই যে ৩ হাজার হেক্টর বন পুড়ে গেছে। প্রাণ হারিয়েছেন ছয় জন মানুষ। আগুন নিয়ন্ত্রণে তিন মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীসহ ৬ হাজারের বেশি মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর থেকে এ বিষয়ে নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ওই রাজ্যের জঙ্গলে লাগে। এ পর্যন্ত সেখানে ৯৯২২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথম দিকেই ওই অগ্নিকাণ্ডে তিন নারী ও এক শিশুসহ পাঁচজন মারা যায়। আহত হয় আরো সাতজন।

ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা স্যাটেলাইটের মাধ্যমে যে চিত্র ধারণ করেছে তাতে দেখা যায়, বর্তমানে উত্তরখণ্ডের ৫৩টি জঙ্গলে আগুন জ্বলছে। এছাড়া ভারতের পাহাড়ি অঞ্চল হিমাচল, উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীর রাজ্যের বনভূমিতেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো হচ্ছে উত্তরখণ্ড রাজ্যের পুরি, তেহরি ও নৈনিতাল। কেননা ওই এলকাগুলোতেই রয়েছে ঘন শালবন যাতে সহজেই আগুন ধরে যায়।

এ অবস্থায় উত্তরখণ্ড রাজ্যের গভর্নর কেকে পল এই সঙ্কট নিরসনে দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি দুর্ঘটনাস্থলে দমকল কর্মীর সংখ্যা দ্বিগুণ করেছেন। বর্তমানে ওই রাজ্যে বনে আগুন নেভাতে সক্রিয় রয়েছে ৬ হাজার মত দমকল কর্মী।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে