আন্তর্জাতিক ডেস্ক : মাত্র এক টাকা দিলেই আপনার হাতে চলে আসবে স্যামসাঙের একটি ঝকঝকে স্মার্টফোন। প্রথম বাক্যটা পড়েই নিশ্চয়ই আপনার মনে হচ্ছে অবিশ্বাস্য! এ হতেই পারে না। না! এখানেই ভুল ভাবছেন। এমনটাই হয়েছে।
ভারতের স্যামসাঙয়ের সদ্য লঞ্চ হওয়া ‘মেক ফর ইন্ডিয়া’ সেলিব্রেশন অফারে গ্যালাক্সি এস-৬ এবং গ্যালাক্সি নোট ৫ ফোনগুলিতে চলছে বিশেষ অফার। ক্রেতারা মাত্র এক টাকা দিয়েই নাকি কিনতে পারবেন এই ফোন।
তবে এর পিছনে চমক তো রয়েইছে। ফোন কেনার সময়ে এক টাকা দিতে হলেও বাকি টাকা শোধ করতে হবে ১০টি ইএমআই-তে। তবে এই অফারটি শুধুমাত্র ভারতের বাজাজ ফিনান্স এবং ক্যাপিটাল ফার্স্ট-এর কাস্টমারদের জন্য। যারা এই ফিনান্স সংস্থায় ইতিমধ্যেই রেজিস্টার করেছেন তারাই এই সুবিধা পাবেন। গত ২৯ এপ্রিল শুরু হয়েছে এই অফার, চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
২ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস