আন্তর্জাতিক ডেস্ক : বিষ পিঁপড়ার কামড়ে চারদিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবী করেছে তার স্বজনরা। ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের এক হাসপাতালে সোমবার এই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ নিয়ে গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। সারাদিন শিশুর স্বজন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, হাসপাতালের কর্মচারীদের অবহেলার কারণেই শিশুটি মারা গেছে।
অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার পেনুমাকা গ্রামের অটোচালকের স্ত্রী লক্ষী গত চার দিন আগে জেলার এক সরকারি হাসপাতালেওই শিশুর জন্ম দিয়েছিলেন। কিন্তু সোমবার সকালে ঘুম থেকে ওঠে তিনি দেখেন, বাচ্চাটি মারা গেছে এবং সারা শরীরে লাল লাল দাগ। তাদের ধারণা, এগুলো পিঁপড়ার কামড়ের দাগ এবং এ থেকেই শিশুটি মারা গেছে।
শিশুর এ রহস্যজনক মৃত্যুতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন