আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা থেকে যুদ্ধ বিমান কেনার কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু যদি F-16 বিক্রি করার ক্ষেত্রে ভর্তুকি না জোগায় আমেরিকা, তাহলে তারা যুদ্ধবিমান কিনে নেবে অন্য কোথাও থেকে। আমেরিকা পিছু হটে যাওয়ার পরই এমন কড়া হুমকি দিয়ে তাদেরকে জানিয়ে দিল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ একথা জানিয়েছেন।
গত সোমবার আমেরিকা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা F-16-এর জন্য পাকিস্তানকে ভর্তুকি দিতে পারবে না। ফলে আগের থেকে আড়াই গুন বেশি দামে কিনতে হবে ওই যুদ্ধবিমান। F-16-এর ক্ষমতার জন্যই গুরুত্ব দিচ্ছিল পাকিস্তান। একথা জানিয়ে সরতাজ আজিজ বলেন, তবে F-16 কাজ করবে JF-17-এর মতই। JF-17 নামে ওই যুদ্ধবিমান তৈরি করেছে চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন ও তাদের পাকিস্তানি পার্টনার। আর এই যুদ্ধবিমানই পাক এয়ারফোর্সের ব্যাক বোন হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে।
JF-17 যুদ্ধবিমান বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। এতে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল বসানো যাবে।
ভারত ও মার্কিন সিনেটের চাপের মুখে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাফ জানিয়ে দেয়া হয়, পাকিস্তানকে এফ–১৬ যুদ্ধবিমান দিতে কোনো রকম অর্থ খরচ করবে না আমেরিকা৷ পাকিস্তান চাইলে তারা, নিজেদের অর্থ দিয়ে সেই বিমান কিনতে পারে৷ তাতে আপত্তি করবে না ওয়াশিংটন৷ মার্কিন নাগরিকদের করের টাকায় পাকিস্তানকে যুদ্ধবিমান দেয়া ঠিক নয় বলেও, তাদের আগের অবস্থান থেকে সরে দাঁড়িয় ওবামা প্রশাসন৷
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই