আন্তর্জাতিক ডেস্ক : আচমকা ৫ তলা থেকে লাফিয়ে পড়লেন এক নারী সাংবাদিক। ঘটনাটি ভারতের হরিয়ানার ফরিদাবাদের। বাড়ির পাঁচতলা থেকে পড়ে মারা যান তিনি।
নিহত নারী ডিএনএ নিউজ পোর্টালের সাংবাদিক পূজা তিওয়ারি। মৃত সাংবাদিকের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে মামলা চলছিল। ফলে খুবই দুশ্চিন্তায় ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কর্মসূত্রে হরিয়ানায় থাকলেও পূজা আসলে ইন্দৌরের মেয়ে। রোববার রাতে মৃত্যুর সময় পূজার ফ্ল্যাটেই ছিলেন তার বান্ধবী অমলীন খান ও হরিয়ানা পুলিশে কর্মরত অমিত নামে এক ইন্সপেক্টর।
অমলীন ইন্দৌর থেকে এসে পূজার কাছেই থাকছিলেন। তিনি দাবি করেছেন, তারা তিনজনে কথা বলছিলেন, সে সময় আচমকা পাঁচতলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন পূজা। তার বিরুদ্ধে মামলা চলায় পূজা অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তাই চরম হতাশা থেকে এ পদক্ষেপ তার।
পূজা ও তার সহকর্মী অনুজ মিশ্রের বিরুদ্ধে মামলা করেন এক হাসপাতাল কর্তা। তার অভিযোগ, হাসপাতাল বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে পূজা ও অনুজ তার কাছ থেকে দু’লাখ টাকা আদায়ের চেষ্টা করেছেন।
এরপর ওয়েবসাইট তাকে সাসপেন্ড করে দেয়। সে কারণেই পূজা এ পদক্ষেপ নিলেন কি না ভারতীয় পুলিশ তা তদন্ত করছে।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম