আন্তর্জাতিক ডেস্ক : সৌদি-ইসরাইল গোপন বৈঠক ও সম্পর্ক নিয়ে আবারও রিপোর্ট প্রকাশ করেছে ইসরাইলি দৈনিক। ইহুদিবাদী ইসরাইলের দৈনিক মারিভ সম্প্রতি জানিয়েছে, গত তিন বছরে অনেক গোপন-বৈঠকে মিলিত হয়েছেন সৌদি ও ইসরাইলি কর্মকর্তারা।
এইসব বৈঠক হয়েছে রোম, চেকোস্লোভাকিয়া ও ভারতে। দৈনিকটি লিখেছে, পারস্য উপসাগরীয় রাজতান্ত্রিক সরকারগুলোর সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে এবং এই সরকারগুলোর মধ্যে রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠতা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে দৈনিকটি মন্তব্য করেছে।
রিয়াদ ও তেলআবিব যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা নিয়ে সৌদি কর্মকর্তারা ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এইসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং রিয়াদ ও তেলআবিবের অভিন্ন শত্রু ইরান।
ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আনোয়ার এশকি ও ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক ডোরে গোল্ডের সাক্ষাতের কথা তুলে ধরে মারিভ লিখেছে, রিয়াদ ও তেলআবিবের মধ্যে একটি শান্তি-চুক্তি স্বাক্ষর এখন দূরবর্তী ব্যাপার নয় বলে উভয় পক্ষের কর্মকর্তারা স্বীকার করেছেন।
দৈনিকটি আরও লিখেছে, উচ্চপদস্থ ইসরাইলি কর্মকর্তারা আরব রাজধানীগুলোতে ঘুরে বেড়াচ্ছেন স্বাধীনভাবে যা নজিরবিহীন।
‘ইসরাইল ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক স্বার্থের বন্ধন গড়ে উঠছে এবং আমরা তা অগ্রাহ্য করতে পারি না’ বলে দৈনিকটি লিখেছে। দৈনিকটি সৌদি আরবে চলতি বছরে চালানো কথিত এক সমীক্ষার কথাও তুলে ধরেছে। ওই সমীক্ষায় দাবি করা হয়েছে যে বেশিরভাগ সৌদি নাগরিক ইসরাইলের চেয়েও ইরানের ব্যাপারে বেশি উদ্বিগ্ন।-আইআরআইবি
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই