আন্তর্জাতিক ডেস্ক: এ কেমন নির্মম মৃত্যু! দেশের সরকারি হাসপাতালের জীর্ণ চেহারার আরও এক নজির। হাসপাতালে পিঁপড়ার কামড়ে মৃত্যু হল ৪ দিনের এক সদ্যোজাতের। বিজয়ওয়াড়ার হনুমানপেট সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। কয়েকশ' পিঁপড়ার কামড়ে শিশুটির দেহ ফুলে গেছে।
দিন কয়েক আগেই গুন্টুরে একটি সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু হয় এক সদ্যোজাতের। সেই ঘটনার স্মৃতি উস্কে সোমবার মধ্যরাতে হনুমানপেট সরকারি হাসপাতালে মৃত্যু হয় পিঁপড়ার কামড়ে মৃত্যু হয়েছে আরেক সদ্যোজাতের। শিশুটির মায়ের অভিযোগ, 'ভোর সাড়ে ৫টা নাগাদ ঘুম থেকে উঠেই দেখি আমার ছেলের দেহ, চোখ-মুখ ফুলে গিয়েছে। ছেলে আর বেঁচে নেই।
ঘটনার খবর পেতেই হাসপাতালে যাওয়া শুরু করে দিয়েছেন রাজনীতির কারবারিরা। শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা। শিশুটির বাবা পেশায় অটো ড্রাইভার অঞ্জাইয়ার কথায়, 'বন্ধুদের পরামর্শেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি করেছিলাম বিজয়ওয়াড়ায় সরকারি হাসপাতালে। বন্ধুরা বলেছিল, সরকারি হাসপাতালে ভালো চিকিত্সা পাবে। কিন্তু এরকম হবে দুঃস্বপ্নেও ভাবিনি।'
জেলাশাসকের বক্তব্য, ঘটনার তদন্ত না-হেল বোঝা যাচ্ছে না, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে। যদি গাফিলতি প্রমাণিত হয়, তাহলে উচিত শাস্তি দেওয়া হবে।-এই সময়
৪ মে, ২০১৬/এমটনিউিজ২৪/সবুজ/এসএ