বুধবার, ০৪ মে, ২০১৬, ০৫:৫৮:১১

মেয়ে ঘর ছাড়বে, কান্নাকাটি করছেন ওবামা

মেয়ে ঘর ছাড়বে, কান্নাকাটি করছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: সন্তানরা বাবার কাছ থেকে দুরে কোথায়ও যেতে চাইলে সব বাবাই কষ্ট পান। এখনও বাকি গোটা একটি বছর। তবু, আদরের মেয়েকে কম করে চার বছরের জন্য বিদায় জানাতে হবে ভেবে এখন থেকেই কান্নাকাটি শুরু করেছেন বাবা। হবে নাই বা কেন?‌ যতই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, মেয়ের বাবা বলে কথা। আর এক মাসের মধ্যে স্কুলজীবন শেষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া ওবামার। এরপর গন্তব্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যদিও এই মরশুমেই তিনি কলেজে ভর্তি হচ্ছেন না। একবছর সময় নিয়ে ২০১৭-এ হার্ভার্ডে পা রাখবেন তিনি। এই প্রথম মা-‌বাবার থেকে অনেকটা সময়ের জন্য দূরে থাকতে চলেছেন তিনি। তাই নিয়ে বাবা ওবামার আবেগ এবং উদ্বেগ, দুইই সামনে আসছে বারবার। সম্প্রতি শিকাগো এবং লস অ্যাঞ্জেলেস সফরে বাবাকে সঙ্গ দিয়েছিলেন মালিয়া। সেখানে মেয়েকে সবসময়ই আগলে আগলে রাখতে দেখা গিয়েছে ওবামাকে। মুখে হাসির পরিমাণও যেন অনেকটা বেশি। ওদিকে মেয়ের হার্ভার্ড যাত্রার কথা উঠলেই চোখে জল, ধরা গলা। গত সাত বছরে একের পর এক কঠিন সিদ্ধান্ত নেওয়া মার্কিন প্রেসিডেন্টকে এমন বিহ্বল অবস্থায় এর আগে কখনও দেখা যায়নি। আসলে রাজা যতই কঠোর হন, প্রাণভোমরাকে নিয়ে ভয় তো থাকেই।-আজকাল

৪ মে, ২০১৬/এমটনিউিজ২৪/সবুজ/এসএ

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে