বুধবার, ০৪ মে, ২০১৬, ০৮:৩১:০৪

পানির জন্য হাহাকার, বিক্ষোভে উত্তাল পুরুলিয়া

পানির জন্য হাহাকার, বিক্ষোভে উত্তাল পুরুলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : খরায় তীব্র পানির সঙ্কট দেখা দিয়েছে ভারতের বেশ ক'টি রাজ্যে। রাজ্যগুলোতে পানির জন্য রীতিমতো হাহাকার চলছে। এমনকি পানির জন্য এ পর্যন্ত অনেকেই আত্মহত্যা করেছেন। গরমের কারণে মারা গিয়েছে আরও অনেক।

এদিকে পানির দাবিতে বিক্ষোভ-আন্দোলনে ফের উত্তাল হয়ে উঠেছে ভারতের পুরুলিয়া। একে গরম। তার ওপর পানির জন্য হাহাকার। পানি সরবরাহ তলানিতে এসে ঠেকেছে। পৌরসভার গাফিলতিতে ভুগতে হচ্ছে পুরুলিয়াবাসীকে। এমন অভিযোগ করছেন বিরোধীদের। এই ইস্যুতেই আজ পৌরসভায় বিক্ষোভ হয়। উত্তেজনা চরমে ওঠে।

পুলিশ-আন্দোলনকারী হাতাহাতি বেঁধে যায়। একইসঙ্গে শাসক দলের কর্মীরাও তাদের ওপর চড়াও হয়। অভিযোগ বিক্ষোভকারীদের। এরপরই কংগ্রেস-সিপিএম কর্মীরা পৌরসভা ছেড়ে বাইরে এসে পথ অবরোধও করেন। কিছুক্ষণের জন্য থানার সামনেও বিক্ষোভ-অবরোধ হয়। শেষপর্যন্ত পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্ত্বে আসে।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে