আন্তর্জাতিক ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে ফোর্ট ম্যাককারি শহরের ৬০ হাজার বাসিন্দা ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তবে দাবানলে এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার থেকেই বাসিন্দারা শহর ছাড়তে শুরু করেছেন।
তৈলাক্ত মাটির শহর হিসেবে পরিচিত ফোর্ট ম্যাককারি শহরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানালের ঘটনা। দাবানলে শহরের অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, জ্বলন্ত ছাই উড়ে এসে রাস্তায় ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের দ্রুত শহর ত্যাগের নির্দেশ দিয়েছে।
আলবার্টার জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা স্কট লং বলেছেন, ‘দাবানালের কারণে অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এর সঠিক সংখ্যা কতো তা জানা সম্ভব হয়নি।’
আলবার্টার প্রধানমন্ত্রী র্যাচেল নোটলি জানিয়েছেন, ‘প্রত্যেকের নিরাপত্তার জন্য কর্মকর্তারা যা যা প্রয়োজন করছেন। যেসব বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে আকাশপথে সরিয়ে নিয়ে আসার সম্ভাব্যতা তারা বিবেচনা করে দেখছেন।’
স্থানীয় বাসিন্দা মার্ক ডুরোচার বলেছেন, ‘আপনি যদি বাড়ির বাইরে হাটেন তাহলে অনুভব করবেন, আপনার ওপর ছাই পড়ছে। আপনি এগুলোকে বাতাসে ভাসতে দেখবেন।’
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস