আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে আত্মঘাতি হামলার ঘটনা ঘটে। এ প্রাণঘাতি কাজে বর্তমানে যোগ যুক্ত হয়েছেন নারীরাও। শরীরে বিস্ফোরক বাধা এমনই এক আত্মঘাতী বোমা হামলাকারী মহিলাকে হত্যা করতে বিষাক্ত তীর ব্যবহার করেছে ক্যামেরুনের স্থানীয় অধিবাসীদের একটি রক্ষী দল।
ক্যামেরুনের উত্তরাঞ্চলের শহর মোরার গভর্নর মিজিয়াওয়া বাকারি বুধবার এক বিবৃতিতে জানান, ৪০ বছর বয়সি এই মহিলা ১৪ বছরের এক মেয়েকে সাথে করে পাশ্ববর্তী দেশ নাইজেরিয়া থেকে ক্যামেরুনে ঢুকে পড়ে।
তিনি জানান, স্থানীয় অধিবাসীদের ঐ রক্ষীদল তখন মহিলাটির দিকে বিষাক্ত তীর ছুড়ে হত্যা করে। এসময় সাথের মেয়েটি তার শরীরে বাধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটালে সেও মারা যায়।
স্থানীয় অধিবাসীরা জানায়, গত কয়েক দিনে কমপক্ষে আরো পাঁচজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে।
নাইজেরিয়ার জঙ্গী গোষ্ঠী বোকো হারামকে প্রতিহত করার উপায় নিয়ে আলোচনার জন্য ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া নাইজেরিয়ার উদ্দেশ্যে যাত্রা করার পরপরই দেশটিতে আত্মঘাতী বোমা হামলার এই ঘটনাগুলো সংবাদ মাধ্যমে এসেছে।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম