আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান জঙ্গি সংগঠন জয়েশ-ই-মুহাম্মদের ১২ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করল দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশ৷ গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে বিস্ফোরক পাওয়া গিয়েছে বলে জানা। মঙ্গলবার রাতে রাজধানী ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পাঁচটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী৷ উত্তরপ্রদেশের সাহারণপুর ও দিল্লির ইন্দরপুরী এলাকা থেকে গ্রেফতার করা হয় ১২ জন সন্দেহভাজনকে৷ বুধবার দিল্লি পুলিশের পক্ষ থেকে খবরটি জানানো হয়৷
স্পেশাল কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেল) অরবিন্দ দীপ জানান, দিল্লি ও উত্তর প্রদেশ থেকে মোট ১২ জন জয়েশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে কেউ কেউ উত্তর প্রদেশ আর কেউ কেউ দিল্লির বাসিন্দা৷ সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে কয়েকজনের কাছ থেকে আইইডি-ও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ ১২ জন জঙ্গিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে রাজধানীতে একাধিক জায়গায় সম্ভাব্য জঙ্গি হামলার ছকও বানচাল করেছে বলে দাবি করছে দিল্লি পুলিশ৷ এদের সকলেরই বয়স ৩০ বছরের নিচে৷
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই