বুধবার, ০৪ মে, ২০১৬, ০৫:৫৩:৫৭

চীন-রাশিয়াকে উপেক্ষা করে উত্তর কোরিয়াকে ভয়াবহ হুমকি আমেরিকার!

চীন-রাশিয়াকে উপেক্ষা করে উত্তর কোরিয়াকে ভয়াবহ হুমকি আমেরিকার!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’মোতায়েনের বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে, এমনটাই ইঙ্গিত ওবামা প্রশাসনের। আমেরিকার সবচেয়ে ক্ষমতাসমন্ন এই মিসাইল সিস্টেম মোতায়েন করা নিয়ে ইতিমধ্যে হুমকি দিয়েছে চীন এবং রাশিয়া। কার্যত দুই দেশের বিরোধিতা উপেক্ষা করেই আলোচনা চলবে বলে সাফ জানিয়ে দিয়েছে ওবামা প্রশাসন। সম্প্রতি উত্তর কোরিয়া পরমাণু বোমাসহ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর ‘থার্মাল হাই অলটিচ্যুড ডিফেন্স সিস্টেম’ বা ‘থাড’ মোতায়েন নিয়ে আলোচনা শুরু করে ওয়াশিংটন ও সিউল।

এই বিষয়ে হোয়াইট হাউজও জানিয়েছে, ‘থাড’ মোতায়েন নিয়ে এখনো দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া, ‘থাড’মোতায়েন করা হলে তা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না বলেও দাবি করেছে হোয়াইট হাউজ। অন্যদিকে হোয়াইট হাউজের মুখপাত্র দাবি করেছেন, হুমকি যে দিক থেকে আসবে সে দিকে অর্থাৎ উত্তর কোরিয়ার দিকে তাক করে ‘থাড’ বসানো হবে। চীন বা রাশিয়ার দিকে তাক করে এটি বসানো হবে না বলেও দাবি করেন তিনি। কবে আলোচনা শেষ হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি, বরং দক্ষিণ কোরিয়াকে নিরাপদ রাখার জন্য অর্থ বিনিয়োগে আমেরিকা রাজি আছে বলে জানিয়েছেন তিনি।

থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে গত মাসে আমেরিকাকে কার্যত হুঁশিয়ারি দেয় চীন এবং রাশিয়া। বলা হয়, থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তাতে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। কিন্তু তাতে কান না দিয়ে হোয়াইট হাউসের সাফ জবাব, আলোচনা চলবে।
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে