বুধবার, ০৪ মে, ২০১৬, ০৬:৪৫:৪৯

বিমান ভেঙে দুই শিক্ষানবিশ পাইলটের মৃত্যু

বিমান ভেঙে দুই শিক্ষানবিশ পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় ভেঙে পড়লো বিমান। আর এতে থাকা শিক্ষানবিশ দুই পালটের মৃত্যু হয়েছে। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) সেই বিমানটিতে ভারতীয় বংশোদ্ভূত এক শিক্ষানবিশ পাইলটও ছিল৷ ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ড এলাকায় ভেঙে পড়ে বিমানটি৷ মৃত্যু হয় ভারতের এজে সাধু ও তার সতীর্থ ২১ বছরের ক্যামেরন জেমস ফর্স্টারের৷ তারা দু’জনেই ইয়র্কশায়ারে আরএএফ-এর ঘাঁটিতে শিক্ষানবিশ হিসেব কাজ করছিলেন৷

পাইলদের গ্রুপ ক্যাপ্টেন ইয়ান লেইং বলেন, ‘তারা দু’জনেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন৷ আরএএফ লিন্টন-অন-আউসের প্রত্যেক সদস্য তাদের পরিবারের পাশে রয়েছে৷ ফাস্ট ক্লাস ডিগ্রি নিয়ে স্নাতক সমমান ডিগ্রি অর্জন করেছিলেন সাধু৷ জিওসায়েন্স নিয়ে দুরহাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করেন তিনি৷
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে