বুধবার, ০৪ মে, ২০১৬, ০৮:৫৮:২৪

মিয়ানমারে মুসলমানদের আশ্রয়শিবিরে আগুন, ছাই হয়ে গেছে শত শত ঘর

মিয়ানমারে মুসলমানদের আশ্রয়শিবিরে আগুন, ছাই হয়ে গেছে শত শত ঘর

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের একটি আশ্রয়শিবিরে আগুন লেগে শত শত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে প্রায় দুই হাজারের বেশি মুসলমানের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। গতকাল রাখাইন প্রদেশের প্রধান শহর সিত্তের অদূরে 'বাও দু ফা' আশ্রয়শিবিরে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সারা শিবিরে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে সব।

সেখানে কাঠের অবকাঠামো ও ধাতব ছাউনি পড়ে থাকতে দেখা গেছে। সেখানে হাজার হাজার মুসলমান বসবাস করতেন। রাখাইন প্রদেশে ২০১২ সালের সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে যেসব মুসলমান বাস্তুচ্যুত হয়েছিলেন তাদের ওই শিবিরে ঠাঁই হয়েছিল।

রাখাইনে বৌদ্ধদের সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিলেন লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান। তারা বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করেন। এর মধ্য থেকে ২০ হাজার মানুষের আশ্রয় হয়েছিল ওই শিবিরে। রান্নার স্টোভ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছে ১৪ জন। আগুনে পুড়ে গেছে প্রায় ৪৪০টি ঘর।-আইআরআইবি
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে