বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০৬:১৮:৪৪

নতুন ভোটারের বয়স ১০৩ বছর!

নতুন ভোটারের বয়স ১০৩ বছর!

আন্তর্জাতিক ডেস্ক : নতুন ভোটারের বয়স ১০৩ বছর! নাম অজগর আলী।  ১০৩ বছর বয়সে জীবনে প্রথমবারের মত ভোট দিলেন ছিটমহলের এই বাসিন্দা।  তারই মতো স্বাধীনতার পর ৬৯ বছরের অপেক্ষা শেষে প্রথমবার ভোট দিলেন আরো ১০,০০০ মানুষ।  

গত বছর ছিট হস্তান্তরের সময় যেখানে প্রথম ওঠে জাতীয় পতাকা, সেখানেই বৃহস্পতিবার তারা উত্‍‌সবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করলেন।

দীর্ঘ টানাহেঁচড়ার পর গত বছর ১৩ জুলাই দেশের অন্তর্ভুক্ত হয়েছে ভারতের ভূখণ্ডে থাকা ছিটমহল এলাকাগুলো।  নাগরিকত্ব পেয়েছেন এখানকার বাসিন্দারা।

গত বছর যেই মাঠে জাতীয় পতাকা উড়েছিল, তার কাছেই থাকেন বৃদ্ধ অজগর আলী ও তার পরিবার। ১০৩ বছর বয়সে তিনি প্রথম ভোটার কার্ড হাতে পান।  এবার করলেন ভোটাধিকার প্রয়োগ।  

তিন পুরুষকে সঙ্গে নিয়ে একেবারে সকাল সকাল চলে আসেন ভোটের লাইনে।  সঙ্গে ছিলেন তার ছেলে বিলাল হুসেন ও নাতি জয়নাল আবেদিন।

শুধু অজগরই নন, এদিন সকাল থেকে ছিটমহলের বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। পুরুষদের পাশাপাশি মহিলাদের কাছেও ভোট ঘিরে ধরা পড়ে উত্‍‌সবের আমেজ।  

সকাল সকাল জীবনের প্রথম ভোটারধিকার প্রয়োগ করতে প্রবল উত্‍‌সাহে লাইনে দাঁড়িয়ে পড়েন বিভিন্ন বয়সের মহিলারা।  বাদ যাননি অসুস্থ বা প্রবীণ ভোটাররাও।  এক কথায় শান্তিতেই ভোটযাপন চলে ছিটমহলে।

স্বাধীনতা মিলেছে।  মিলেছে স্বীকৃতি।  তবে এখনো রয়ে গেছে বিদ্যুত্‍‌ সরবরাহ, রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষাসহ বেশকিছু সমস্যা।

তাই আগামী প্রজন্মের ভবিষ্যত্‍‌ নিশ্চিত করতে এখন উপযুক্ত জনপ্রতিনিধি বেছে নিতে তত্‍‌পর ছিটমহলবাসী।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে